বেড়াতে যাওয়া বাঘ ফিরে এসে বাচ্চা দিচ্ছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী
প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৭:১০ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার
ভারতে বেড়াতে যাওয়া সুন্দরবনের বাঘ ফিরে এসে বাচ্চা দিচ্ছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বুধবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত এক সেমিনার শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা জানান।
এসময় মন্ত্রী বলেন, সুন্দরবনের বেশীর ভাগ পড়েছে বাংলাদেশে। ভারত তাদের অংশটুকুতে পর্যটন কেন্দ্র গড়ে তোলায় বন্যপশু-পাখি বাধ্য হয়েই বাংলাদেশের অংশে চলে আসবে। মন্ত্রী বলেন, বন বিভাগের কাছে কোনো বোর্ড ও অস্ত্র নেই। তাই বাধ্য হয়েই বন বিভাগের লোকজন ও বনদস্যুরা মিলেমিশে থাকে। এসময় বনবিভাগের পক্ষ থেকে বলা হয়, ভারত থেকে দলছুট বন্যপ্রাণীর আসা-যাওয়া নিয়ন্ত্রনে আনতে দু দেশের মধ্যে শীঘ্রই একটি চুক্তি হবে ।