ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

বিশ্ব মা দিবস আজ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৮ পিএম, ১২ মে ২০১৯ রবিবার

বিশ্ব মা দিবস আজ। পৃথিবীতে মায়ের তুল্য কে আছে? মায়ের ভালোবাসা শ্বাশত। অকৃত্রিম ¯েœহ-মমতায় মা সন্তানকে আগলে রাখেন সব অশুভ থেকে । সন্তানের কল্যালই মায়ের প্রধান প্রার্থণা।

সন্তান মায়ের অমূল্য রতন। আর সন্তানের কাছে মা পৃথিবীর মুধুরতম শব্দ । এই ছোট শব্দটির মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সব ভালোবাসা ।

আমান-আজমাঈন এই দুই ছেলেকে নিয়েই কর্মজীবী এই মায়ের দিন কাটে খুনশুটি আর হাসি-আনন্দে।  মাকে কে বেশি ভালোবাসে। এমন প্রশ্নে দুই ছেলেরই উত্তর ‘আমরা’।  দু’ সন্তান সম্পর্কে বলতে গিয়ে আবেগ তাড়িত হন মা।  জানালেন, পুরুষ নয় একজন মানুষ হিসেবে ছেলেদের গড়ে তোলতে চান তিনি।

আরেক কর্মজীবী মা সানজিয়া। ছেলের দুষ্টুমিতে মুখর পুরো ঘর। শত ব্যস্ততায়ও সন্তানের জন্যে মনোযোগের কমতি নেই ।  শিশু কাল থেকেই ইতিবাচক মূল্যবোধ তৈরিতে পরিবারের সকলকে সজাগ থাকার কথা বললেন এই মা।

এ পৃথিবী, বাসযোগ্য হোক, নিরাপদ হোক প্রতিটি শিশুর জন্যে- এমন প্রত্যাশা সব মায়ের।