ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

জাসদের উদ্যোগে জঙ্গি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৭:০৯ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার

কক্সবাজার জেলা জাসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জঙ্গি বিরোধী আলোচনা সভা। বৃহস্পতিবার দুপুরে জেলা জাসদ কার্যালয়ে সংগঠনের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান, জেলা জাসদ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভায় জঙ্গিদের উৎস ও পৃষ্ঠপোষককারীদের খুঁজে বের করে তাদের বিচারের দাবি জানানো হয়।