ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

দ্বাদশ আইপিএলে কার হাতে উঠল কোন পুরস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০ এএম, ১৩ মে ২০১৯ সোমবার

চূড়ান্ত উত্তেজক ম্যাচে চেন্নাইকে শেষ বলে হারিয়ে দ্বাদশ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স৷ ৫ বার ফাইনালে উঠে এটা রোহিতদের রেকর্ড চতুর্থ খেতাব৷ আর ৮ বার ফাইনালে উঠলেও ৫ বার রানার্স হয়ে থেকে যেতে হয় চেন্নাইকে৷

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে৷ জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রানে আটকে যায় সিএসকে৷ ১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে চেন্নাইয়ের খেতাব ধরে রাখার স্বপ্নে পানি ঢেলে দেয় মুম্বাই৷

যাইহোক, টুর্নামেন্ট শেষে দেখে নেওয়া যাক কার হাতে উঠল কোন পুরস্কার৷ আর্থিক পরিমানসহ দ্বাদশ আইপিএলের পুরস্কার তালিকার দিকে এক ঝলক চোখ বুলিয়ে নেওয়া যাক৷

চ্যাম্পিয়ন: মুম্বাই ইন্ডিয়ান্স (ট্রফি ও ২০ কোটি টাকা)

রানার্স: চেন্নাই সুপার কিংস (১২.৫ কোটি টাকা)

ক্যাচ অফ দ্য ফাইনাল ফাইনাল: শার্দুল ঠাকুর (স্মারক ও এক লাখ টাকা)

সুপার স্ট্রাইকার অফ দ্য ফাইনাল: ফ্যাফ ডু’প্লেসি (স্মারক ও এক লাখ টাকা)

স্টাইলিস্ট প্লেয়ার অফ দ্য ফাইনাল: কায়রন পোলার্ড (স্মারক ও এক লাখ টাকা)

গেম চেঞ্জার অফ দ্য ফাইনাল: রাহুল চাহার (স্মারক ও এক লাখ টাকা)

ম্যান অফ দ্য ফাইনাল ম্যাচ: জসপ্রীত বুমরাহ (স্মারক ও ৫ লাখ টাকা)

বেস্ট পিচ অ্যান্ড গ্রাউন্ড: পঞ্জাব ও হায়দরাবাদ (২৫ লাখ টাকা করে)

এমার্জিং প্লেয়ার: শুভমন গিল (স্মারক ও ১০ লাখ টাকা)

ফেয়ার প্লে: সানরাইজার্স হায়দরাবাদ (ট্রফি)

ফাস্টেস্ট ফিফটি: হার্দিক পান্ডিয়া (স্মারক ও ১০ লাখ টাকা)

পারফেক্ট ক্যাচ অফ দ্য সিজন: কায়রন পোলার্ড (স্মারক ও ১০ লাখ টাকা)

সুপার স্টাইকার অফ দ্য সিজন: আন্দ্রে রাসেল (স্মারক ও ১০ লাখ টাকা)

স্টাইলিস্ট প্লেয়ার অফ দ্য সিজন: লোকেশ রাহুল (স্মারক ও ১০ লাখ টাকা)

গেম চেঞ্জার অফ দ্য সিজন: রাহুল চাহার (স্মারক ও ১০ লাখ টাকা)

অরেঞ্জ ক্যাপ: ডেভিড ওয়ার্নার (স্মারক ও ১০ লাখ টাকা)

পার্পল ক্যাপ: ইমরান তাহির (স্মারক ও ১০ লাখ টাকা)

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: আন্দ্রে রাসেল (স্মারক ও ১০ লাখ টাকা)

একে//