চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফ্রি বাস সার্ভিস
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৭:০৯ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রামের চন্দনাইশ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে।
চন্দনাইশ স্টুডেন্ট এসোসিয়েশন এ সার্ভিস চালু করে। নগরীর ষোলশহর ২নং গেইট এলাকায় এই বাস সার্ভিস উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এসময় বক্তরা জানান আগামী ৫দিন শিক্ষার্থীরা যাতে নির্বিঘেœ ক্যাম্পাসে পরীক্ষা দিতে যেতে পারে তাই ফ্রি বাস সার্ভিসের উদ্যোগ নেয়া হয়েছে।