আজ মাঠে নামছে একাধিক জায়ান্ট দল
প্রকাশিত : ০৭:০০ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৭:০০ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার
ইংলিশ লিগ কাপের গুরুত্বপূর্ন ম্যাচে আজ মাঠে নামছে একাধিক জায়ান্ট দল।
ওয়েষ্ট হামের বিপক্ষে মাঠে নামবে শিরোপা প্রত্যাশি চেলসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। শক্তির বিচারে স্বাগতিকদের তুলনায় এগিয়ে থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ অল-ব্লুজরা। অন্যদিকে, স্বাগতিক দর্শকদের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে চমক দেখাতে চায় ওয়েষ্ট হাম। এদিকে দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেষ্টার ইউনাইটেড ও ম্যান সিটি। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে এই ম্যাচ। শক্তিশালী দুই দল জয় ছাড়া কিছুই ভাবছেনা। ম্যাচকে ঘিরে শেষ মুহুর্তের প্রস্ততি শেষ করেছে দলগুলো।