রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিপু হত্যা মামলায় তার রুমমেট ৪ দিনের রিমান্ডে
প্রকাশিত : ০৭:০১ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৭:০১ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যা মামলায় তার রুমমেট মনিরুল ইসলামকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালত-১ এ হাজির করা হয় মনিরুলকে। ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মকসেদা আজগর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মনিরুলকে আদালত থেকে থানা হেফাজতে নেয়া হয়। ২৩ অক্টোবর লিপু হত্যা মামলায় মনিরুলকে গ্রেফতার করা হয়।