পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের ইউনিয়ন পরিষদ নির্বাচন ৩১ অক্টোবর
প্রকাশিত : ১০:২১ এএম, ২৭ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:২১ এএম, ২৭ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার
শেষ পর্যন্ত ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন বিলুপ্ত ছিটমহলবাসী। আগামী ৩১ অক্টোবর পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬টি ছিটমহলের ৯টি ইউনিয়ন পরিষদে হবে নির্বাচন। ইউনিয়নগুলোতে এখন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আর ভোটাররা কষছেন নানা হিসেব-নিকেশ। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসমুখর করতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় নির্বাচনী কর্মকর্তারা।
আগে নির্বাচন এলে দেখা ছাড়া কিছু করার ছিল না তাদের। এখন পরিচয় মিলেছে; পেয়েছেন নাগরিক ও ভোটের অধিকার। জেলার প্রায় ৯ হাজার নতুন বাংলাদেশী প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাই অচেনা এক অনন্দ অনুভূতি সাবেক ছিটমহলের বাসিন্দাদের।
৩১ অক্টোবর ভোট। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্র“তিও।
আর ভোটাররাও কষছেন নানা হিসেব-নিকেশ। যোগ্য, সৎ ও এলাকার জন্য কাজ করবেন এমন প্রার্থীই বেছে নিতে চান তারা।
এদিকে উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রস্তুতির কথা জানান জেলা নির্বাচন কর্মকর্তা।
৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৭ জন ও সাধারণ সদস্য পদে ৩২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।