জয় পেয়েছে ম্যান ইউ এবং ওয়েস্ট হাম
প্রকাশিত : ১০:২৫ এএম, ২৭ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৫ এএম, ২৭ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার
ইংলিশ লিগ কাপ ফুটববলে ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হাম জয় পেয়েছে। ম্যান ইউ ১-০ গোলে ম্যান সিটিকে এবং ওয়েস্ট হাম ২-১ গোলে চেলসিকে হারিয়েছে।
ওল্ড ট্র্যফোর্ডে চিরপ্রতিদ্বোন্দি দুই দলের খেলা শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জয়ে উঠে। তবে নিজেদের মাঠের সুবিধাটা ঠিকই আদায় করে নেয় ম্যান ইউ। প্রথমার্ধ খেলা গোলশূণ্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে জয় সূচক গোল আদায় করে নেয় তারা। খেলার ৫৪ মিনিটে গোল করে দুই দলে ব্যবধান গড়ে দেন মাতা। এ জয়ে ৯ খেলা থেকে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে ম্যান ইউ। আর হেরেও সমান খেলায় ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।