ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

ঘূর্ণিঝড় কায়ান্ট আরও পশ্চিমে অগ্রসর, বিভিন্ন জায়গায় হচ্ছে বৃষ্টিপাত

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২৭ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩৬ পিএম, ২৭ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায়  অবস্থানরত ঘূর্ণিঝড় কায়ান্ট আরও পশ্চিমে অগ্রসর হয়েছে। ঘূর্ণিঝড়ের কারনে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে সাগর খুবই উত্তাল রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এদিকে এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।