ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

ফ্রান্সে উচ্ছেদ অভিযানের পরও ১৫শ’ শরণার্থী মানবেতর অবস্থায়

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৭ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:২৪ পিএম, ২৭ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার

ফ্রান্সের ক্যালে শহরের ‘জঙ্গল ক্যাম্পে’ পুলিশী উচ্ছেদ অভিযানের পর এখনও ১শ’ শিশুসহ কমপক্ষে ১৫শ’ শরণার্থী মানবেতর অবস্থায় রয়েছে, বলে দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। শিশু বিষয়ক সংস্থা সেইভ দ্যা চিল্ড্রেনের দাবি, কমপক্ষে ১শ’ শিশু নিবন্ধন করেনি, যাদের অবস্থা আশংকাজনক। স্থানীয় সময় বুধবার ক্যাম্পের বিভিন্ন অংশ আগুন লাগার পর থেকে অবস্থার আরো অবনতি হয়। অন্যদিকে বন্ধ করে দেয়া হয়েছে নিবন্ধন প্রক্রিয়া এবং বৃহস্পতিবারের মধ্যে ক্যাম্পটি পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়ার ঘোসণা দিয়েছে পুলিশ। তাদের দাবি, সাড়ে ৫ হাজার শরণার্থীকে ফ্রান্সের অন্য শহরে সরিয়ে নেয়া হয়েছে। তবে সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে, ৭ থেকে ১০ হাজার শরণার্থী ছিল ওই ক্যাম্পে।