ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

শিশু নির্যাতন রোধে জেলখানায় কোর্টরুম সহ অনলাইনে বিচার কার্যক্রম চালুর নির্দেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ২৭ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:২৭ পিএম, ২৭ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার

শিশু নির্যাতন রোধে জেলখানায় কোর্টরুম সহ অনলাইনে বিচার কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৃষ্টান্তমূলক শাস্তি ও সামাজিক সচেতনতা দিয়ে শিশু নির্যাতনের মতো পাশবিকতা থেকে সমাজকে রক্ষায় সমাজসেবা মন্ত্রণালয়কে আরো তৎপড় হওয়ার  নির্দেশ দেন তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে হেল্প লাইন ও রাজবাড়ীর সেফ হোমে কথা বলে শিশু সেবাটি আনুষ্ঠানিকভাবে চালু করে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শিশুদের যে কোন ধরনের নির্যাতনের অভিযোগ শুনতে ও ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফের উদ্যোগে চালু হলো হেল্প লাইন দশ, নয়, আট । এছাড়াও মোংলায় ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার দেশের সর্বাধুনিক শষ্য গুদাম বা সাইলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, বিএনপি জামাতের মতো ব্যবসা করতে ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ।