প্রতিদিন ২শ’ মানুষের মুখে খাবার তুলে দেয় মদনমোহন অন্নছত্র ট্রাস্ট
প্রকাশিত : ০৪:০৮ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৪:০৮ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার
রাজধানীর পুরান ঢাকায় প্রতিদিন প্রায় ২শ’ মানুষের মুখে খাবার তুলে দেয় মদনমোহন অন্নছত্র ট্রাস্ট। ক্ষুধার্তদের একবেলা ভরপেট খাওয়ানোর খরচ আসে ট্রাস্টের নামে থাকা বাড়ির আয় থেকে। জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ক্ষুধার কষ্ট নিবারণের এ উদ্যোগ, অব্যাহত রাখতে সিটি করপোরেশনের হোল্ডিং চার্জ কমানোর দাবি ট্রাস্ট কর্তৃপক্ষের।
৯২ বছর ধরে গরিব ও দুঃস্থদের মুখে একবেলা অন্ন তুলে দিচ্ছে মদনমোহন অন্নছত্র ট্রাস্ট।
১৯২৩ সাল; হঠাৎ দেখা দেয় দেশজুড়ে খাদ্যাভাব। তখন ক্ষুধার্ত-নিরন্নদের মুখে খাবার তুলে দিতে পুরান ঢাকার জমিদার মদনমোহন পালের ছেলেরা নেন এ উদ্যোগ। রজনীকান্ত পাল, মুরলীমোহন পাল ও প্রিয়নাথ পাল -এই তিনভাই অন্নছত্রের প্রতিষ্ঠাতা। শুরুর দিনগুলোয় ১২৫ জন হলেও বর্তমানে রান্না করা হয় প্রায় ২০০ জনের খাবার।
শুধু ভিক্ষুক ও দরিদ্ররাই নয়, কম বেতনের অনেক চাকরীজীবীও দুপুরের খাবার খেয়ে থাকেন অন্নছত্রে।
মদনমোহন ট্রাস্টের এমন উদ্যোগে সামিল থাকতে পেরে আনন্দবোধের কথা জানান রান্নার কাজে জড়িতরা।
অতিথিদের অন্ন যোগাতে ৯টি বাড়ি ট্রাস্টের নামে দিয়ে দেন জমিদারের তিন ছেলে। আগামী দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে, জানিয়েছেন ট্রাস্টের ব্যবস্থাপক।
সংশ্লিষ্টরা জানান, খাবার শেষ হওয়ার পর অতিথিরা আসলেও অন্নছত্র থেকে কেউ খালি মুখে ফিরে যান না।