মাগুরায় প্রধান শিক্ষিকার স্বাক্ষর জাল করে টাকা তোলার অভিযোগে ২ কর্মচারী আটক
প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:২১ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার
মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা তোলার অভিযোগে চতুর্থ শ্রেণীর দুই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জমশেদ ও অর্চনা গত ৭ অক্টোবর বিদ্যালয়ের নথি ঘর থেকে ১৯৭০ সাল থেকে এখন পর্যন্ত রাখা সব নথি ও চেকবই চুরি করে। পরে স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংকে বিদ্যালয়ের একাউন্ট থেকে পর্যায়ক্রমে ২০ লাখেরও বেশি টাকা তোলে। এ’ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ি প্রধান শিক্ষিকার লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে পুলিশ।