ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

পালের্মোকে ৩-১ গোলে হারিয়েছে উদিনেসে

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:৫৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার

ইতালীয় ফুটবল লিগ সিরি এ’তে পালের্মোকে ৩-১ গোলে হারিয়েছে উদিনেসে। শীর্ষে উঠার লড়াইয়ে নিজেদের মাঠে শুরুতেই এগিয়ে যায় পালের্মো। ১০ মিনিটে ফরোয়ার্ড নেস্টোরসকির গোলে লিড পায় তারা। ৩৬ মিনিটে উদিনেসের ফরোয়ার্ড সিরিল থরো গোল করে দলকে সমতায় ফেরান। প্রথমার্ধে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দু’দল। ৭৪ মিনিটে মিডফিল্ডার সিকো ফোফানা গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় উদিনেসে। এর ৫ মিনিট পর আরো একটি গোল করে নিজের ও দলের ব্যবধান বাড়ান সিকো ফোফানা। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে উদিনেসে।