ডিসি ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে মন্ট্রিয়েল ইমপ্যাক্ট
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:৫৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার
মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে মন্ট্রিয়েল ইমপ্যাক্ট।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৪ মিনিটেই ডিফেন্ডার লরেন্টের গোলে লিড পায় মন্ট্রিয়েল। প্রথমার্ধের বিরতির দুই মিনিট আগে মন্ট্রিয়েলের হয়ে আরো একটি গোল করেন মাটেও ম্যানকসু। ৫৮ মিনিটে আরো একটি গোলে করে নিজের জোড়া গোল পূরণ করেন ফরোয়ার্ড মাটেও ম্যানকসু। ৮৩ মিনিটে মন্ট্রিয়েলের হয়ে শেষ গোলটি করেন ইগনাসিও পিয়াটি। ডিসি ইউনাইটেডের হয়ে ৯০ মিনিটে গোলটি করেন লামার নিগো। আর নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে ডিসি ইউনাইটেডের দ্বিতীয় গোলটি করেন টেলর কেম্প।