ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী হা্ওকি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২১ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হাওকি আর নেই। বৃহস্পতিবার ৮৯ বছর বয়সে তিনি মারা যান। তার স্ত্রী জানান, নিজ বাড়িতে তিনি শান্তিতে মারা গেছেন।

১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তার সময়ে অস্ট্রেলিয়ার অর্থনীতির ব্যাপক উন্নয়ন ঘটে বলে জানা যায়। বলা যায় এক অর্থে তিনি দেশটির অর্থনীতির সংস্কার করেন।   

হাওকি প্রথমে ১৯৮০ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি দেশটির অন্যতম বাম দল লেবার পার্টির নেতা হিসেবে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৪৭ সালে হাওকি বাম শ্রমিক আন্দোলনে যোগদেন এবং এবং ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ান ট্রেড কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার মৃত্যুতে দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছে, তারা একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারালো।

 তথ্যসূত্র: বিবিসি।

 

আই/এসএইচ/