অ্যান্টার্কটিকার রস সাগরকে বিশ্বের দীর্ঘতম সুরক্ষিত সামুদ্রিক এলাকা করার ব্যাপারে সমঝোতা
প্রকাশিত : ০৪:১১ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৪:১১ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার
পাঁচ বছর আলোচনার পর বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকার রস সাগরকে বিশ্বের দীর্ঘতম সুরক্ষিত সামুদ্রিক এলাকা করার ব্যাপারে সমঝোতা হয়েছে। ২৪টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এ’ব্যাপারে একমত হয়েছে। এর ফলে রস সাগরের ৬ লাখ বর্গমাইল এলাকায় ৩৫ বছরের জন্য মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদীরা।
অ্যান্টার্কটিকার রস সাগর। বিশ্বের আদিম সামুদ্রিক বাস্তুসংস্থানের অন্যতম স্থান। পৃথিবীর অধিকাংশ পেঙ্গুইন ও তিমির আবাসস্থল গভীর এই উপসাগর। তিমি ও সীলের খাবার ক্রিলেরও ব্যাপক আবাস এখানে। তাছাড়া, বিপুল সংখ্যক সামুদ্রিক পাখি, মাছসহ অসংখ্য প্রজাতির বসবাস এই রস সাগরে।
তবে, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব পড়ছে এ অঞ্চলেও। এছাড়া, দিন দিন বাড়ছে মাছ ধরার পরিমান। হুমকির মুখে পড়েছে রস সাগরের জীব বৈচিত্র্য।
এ’সব কারণে এলাকাটিকে সুরক্ষিত করার প্রস্তাব দেয় নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। পাঁচ বছর ধরে আলোচনার পর অবশেষে ওই প্রস্তাবের পক্ষে ইতিবাচক সমর্থন মিলেছে।
এখন থেকে দক্ষিণ মহাসাগরের ৬ লাখ বর্গমাইল এলাকাজুড়ে অবস্থিত রস সাগরে ৩৫ বছরের জন্য মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদীরা।
অ্যান্টার্কটিকার পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা।