ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

মাগফিরাতের দশক শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৭ মে ২০১৯ শুক্রবার | আপডেট: ০২:১৯ পিএম, ১৯ মে ২০১৯ রবিবার

শুরু হয়েছে গোনা মাফের দশক। যা অব্যাহত থাকবে ২০ রমজানের সূর্যাস্তের পূর্বমুহূর্ত পর্যন্ত। রহমতের দশক পার হয়ে এসেছি কিন্তু আমাদের হৃদয়ে কতটুকু রহমত ঠাঁই পেয়েছে? তা নিয়ে একান্তে ভাবুন আর মাগফিরাতকে আঁকড়ে ধরুন।

মাগফিরাত মানে ক্ষমা। নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া। খারাপ কাজগুলো পরিহার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নিয়ম-কানুন মেনেই আমরা রোজা পালন করে আসছি। কিন্তু মিথ্যা কথা, কুটনামি করা, গিবত বা পরনিন্দা করা, মিথ্যা কসম খাওয়া, কুনজর বা কামুক দৃষ্টিতে তাকানো এসব খারাপ দিকগুলো কি আমরা পরিহার করতে পেরেছি? এ খারাপ বিষয়গুলো রোজারকে ধ্বংস করে দেয়। রমজানের প্রথম দশকে আমল শুদ্ধ করার ওপর নির্ভর করে ক্ষমার সুসংবাদ।

আল্লাহ অতি ক্ষমাশীল। মন্দ কাজগুলো পরিহার করে খোদাভীতি হই। কৃতকর্মের জন্য আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে ক্ষমা চাইতে থাকি। বেশি বেশি করে সৎআমল করতে থাকি।

দানের পরিমাণ বাড়িয়ে দেই। প্রতিবেশির প্রতি দৃষ্টি দেই, তাদের পাশে দাঁড়াই। ফকির, মসকিন, অভাবী লোক আমাদেরই অংশ। তাদের কষ্টের ভাগিদার হই, হাত বাড়িয়ে দেই।

তথ্যসূত্র : সহিহ সিত্তাহ

এএইচ/