ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

ঝিনাইদহে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৮ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার | আপডেট: ০২:১০ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার

ঝিনাইদহ সদর উপজেলায় পুকুরে ডুবে এক পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

তারা হল উপজেলার দোগাছি ইউনিয়নের দুর্গা নারায়ণপুর পুটিয়া গ্রামের বজলুর রহমান জোয়ার্দ্দারের মেয়ে মিম (৪) ও‌ বাবলু জোয়ার্দ্দারের মেয়ে ফাতেমা (৫)।

দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান মো.ইছাহাক আলি জানান, শিশু দুটি সন্ধ্যার আগে বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে তারা বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

তিনি বলেন, অনেক খোঁজাখুঁজি করেও তাদের হদিস মিলছিল না। রাতে শিশু দুটির লাশ পুকুরের পানিতে ভেসে উঠে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান।