মিয়ানমারে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদের চট্টগ্রামে সমাবেশ ও মানব বন্ধন
প্রকাশিত : ০৫:৫১ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:৫১ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার
মিয়ানমারের আরকান রাজ্যে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদের চট্টগ্রামে সমাবেশ ও মানব বন্ধন করেছে ইসলামী ঐক্যজোট ও ইসলামী ছাত্র খেলাফাত বাংলাদেশ।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় আরকান রাজ্যে মুসলিম সম্প্রদায়ের উপর হামলাকারীদের বিচার এবং অবিলম্বে হামলা বন্ধের দাবি জানানো হয়। সমাবেশে ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মাঈনুদ্দিন রুহি, ইকবাল বিন খলিল, মাওলানা লোকমান হাকিম বক্তব্য রাখেন।