ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

দেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিনত হবে ২০৪১ সালের মধ্যেঃ রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৩৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার

২০৪১ সালের মধ্যে দেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিনত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। জন্মাষ্টমী ও দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে সব উৎসব পালিত হয়; যা জাতীয় ঐক্যের প্রতীক। এ’সময় তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের সফলতার কথা উল্লেখ করেন। এছাড়া কৃষি-শিল্প-স্বাস্থ্য ক্ষেত্রের সাফল্যে দেশ বিশ্বে উদহারন সৃষ্টি করেছে বলেও দাবি করেন রাষ্ট্রপতি।