ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ঐতিহাসিক জয় নিয়ে যা বললেন মোসাদ্দেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫ এএম, ১৮ মে ২০১৯ শনিবার

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ দল। সেইসঙ্গে মাইলফলক স্পর্শ করলেন মোসাদ্দেক হোসেন সৈকত। শুক্রবার ডাবলিনে শিরোপা জেতানো ম্যাচে মাত্র ২০ বলে ফিফটির দেশিয় রেকর্ড গড়েছেন মোসাদ্দেক। ওয়ানডে ক্রিকেটে এটা বাংলাদেশের কোনও ব্যাটসম্যানের দ্রুততম ফিফটির রেকর্ড। ২২তম ওভারে তিন ছক্কা ও এক চারে ২৫ রান নিয়ে দলের জয়কে হাতের মুঠোয় এনে দেন সৈকত। 

এ জয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা এনে দেয় বাংলাদেশের। শুক্রবার দিবাগত রাতে ২২তম ওভার নিয়ে মোসাদ্দেক বলেন, ‘ওই ওভারটাই ছিল আমাদের ম্যাচ জয়ে টার্নিং পয়েন্ট। ওই ওভারের পর সবাই বুঝে গেছে ম্যাচের ফল কী হতে যাচ্ছে।’জয়ের সার্বিক বিষয় নিয়ে মোসাদ্দেক বলেন, ‘যখন ফিল্ডিং শেষ করে এলাম, তখন মাশরাফি-মুশফিক-তামিম-রিয়াদ ভাই বলছিলেন, আমাদের যে ব্যাটিং সামর্থ্য আছে, পুরো টুর্নামেন্টে আমরা যেমন ব্যাটিং করেছি, যদি আমরা শেষ পর্যন্ত খেলতে পারি, তাহলে এই রান তাড়া করা সম্ভব।’

মোসাদ্দেক আরও ‘প্রথম একটা শিরোপা জিতেছি, এটা অনেক ভালো লাগার বিষয়। সেটাও আবার বিদেশের মাটিতে, ভালো একটা দলের বিপক্ষে। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হলো। এভাবে খেলতে পারলে বিশ্বকাপে আশা করি ভালো একটা ফল পাব।’

টিআর।