শিক্ষার্থীদের উদ্যোগেী হওয়ার আহবান দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার
দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে শিক্ষার্থীদের উদ্যোগেী হওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ এলাকার সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।
চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়িয়া সরকারী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, আলোকিত সমাজ গঠনে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
