চীনের অর্থনৈতিক জোন গড়ে তুলতে জমি অধিগ্রহণের কাজ শুরু
প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:৩৭ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার
চট্টগ্রামের আনোয়ারায় চীনের অর্থনৈতিক জোন গড়ে তুলতে জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন।
শুক্রবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শন করে জমির মালিকদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক শামসুল আরেফিন। তিনি জানান, অর্থনৈতিক জোনটি গড়ে তুলতে ৮শ’ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের টাকা দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এল এ দৌলতুজ্জামান খান ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দীপক কুমার রায়সহ অন্যরা।