ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

শ্রদ্ধা আর ভালবাসায় সমাহিত করা হলো সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরীকে

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:৫০ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার

হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সমাহিত করা হলো প্রবীণ আওয়ামীলীগ নেতা, রাউজান পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরীকে। জানাজা শেষে রাউজানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, পৌর মেয়র দেবাশীষ পালিতসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা। শফিকুল ইসলাম চৌধুরী গত বৃহস্পতিবার মারা যান।