ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

জনগনের স্বার্থেই তারা আলোচনায় আসবেনঃ নজরুল ইসলাম খান

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৩৫ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার

বিএনপির সাথে আলোচনা নয়, আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারন সম্পাদকের এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন মুখে যাই বলুক, জনগনের স্বার্থেই তারা আলোচনায় আসবেন। শুক্রবার সকালে ঢাকা রিপের্টার্স ইউনিটিতে আয়োজিত বাংলাদেশ ইসলামিক পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সে সময় তিনি আরো বলেন, বিএনপি যত দ্রুত কঠোর আন্দোলন গড়ে তুলতে পারবে আওয়ামী লীগও তত তাড়াতাড়ি আলোচনায় আসবে। সে সময় তিনি বলেন নির্বাচন কমিশনে সাহসী লোক ছাড়া প্রশাসন নিয়ন্ত্রণে রেখে অবাধ নির্বাচন করা সম্ভব হবে না।