লা লিগায় লেগানেসকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ
প্রকাশিত : ১১:০৯ এএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ১১:০৯ এএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার
লা লিগায় লেগানেসকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলে দু’দলই। ২৯ মিনিটে উইলিয়ান জোস গোল করলে এগিয়ে যায় সোসিয়েদাদ। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে লেগানেস। বেশ কিছু আক্রমণ চালালেও লক্ষ্য ভেদে ব্যর্থ হয় তারা। দ্বিতীয়ার্ধে আবারো এগিয়ে যায় সোসিয়েদাদ। ৫৯ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার প্রিয়েটো। শেষ পর্যন্ত আর গোল না হলে ২-০ ব্যবধানের জয় পায় রিয়াল সোসিয়েদাদ।