কুমিল্লায় দিঘী থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার
প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ১১:৩৭ এএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার
কুমিল্লা নগরীর বিনোদন কেন্দ্র ধর্মসাগর দিঘী থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতরাতে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সিটি পার্কের কাছে ধর্মসাগর দিঘীর পানিতে মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং অন্তত দু’দিন আগের মৃতদেহ বলে ধারণা করছে পুলিশ।