ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

মাত্র ২ হাজার টাকা দাদন আদায়ে ভ্যানচালকের আত্মহত্যা

প্রকাশিত : ১১:৪৬ এএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ১১:৪৬ এএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার

মাত্র ২ হাজার টাকা দাদন আদায়ে ভ্যানচালকের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে পঞ্চগড়ের এক সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ, প্রতিনিয়ত লাঞ্ছিত করা হতো তাকে। সবশেষ কেড়ে নেয়া হয় তার রিক্সাভ্যানটিও। সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেন আব্দুল খালেক। অভিযুক্ত সুদ ব্যবসায়ীর বিচার চেয়েছেন স্বজন ও স্থানীয়রা। মাস ছ’য়েক আগে সুদের শর্তে দাদন ব্যবসায়ী সুরুজ্জামানের কাছে ২ হাজার টাকা নেন পঞ্চগড়ের চাকলাহাট কেকুপাড়ার ভ্যান চালক আব্দুল খালেক। সুদের টাকা পরিশোধে দেরি হলে, সুদমুলে ১২ হাজার টাকা দাবী করেন সুরুজ্জামান। মানসিক নির্যাতন করেও খান্ত হয়নি সুদ ব্যবসায়ী। গত মঙ্গলবার খালেকের জীবিকার অবলম্বন রিক্সাভ্যানটিও কেড়ে নেয়া হয়। দিশেহারা হয়ে বিষপান করেন খালেক। তার মৃত্যুতে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সুদ ব্যবসায়ীর বিচার চেয়ে কয়েক দফা বিক্ষোভও করেন স্থানীয়রা। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুরুজ্জামানের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন ভ্যান চালক খালেকের স্ত্রী মহিদা বেগম। পুলিশ বলছে, এ বিষয়ে তারা তথ্য অনুসন্ধান করছেন। সুদ ব্যবসা বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।