ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

কুষ্টিয়ায় বাউল আশ্রম দখলের পাঁয়তারা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯ এএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার

কুষ্টিয়ায় বাউল আশ্রম দখলের পাঁয়তারা

কুষ্টিয়ার খোকসায় একটি বাউল আশ্রম দখলের পাঁয়তারা করছে প্রভাবশালীরা। এরিমধ্যে ওই আশ্রমের দুটি সমাধি ভেঙে ফেলেছে তারা। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এতে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে আশ্রমের বাউলদের।

খোকসা উপজেলার জয়ন্তি হাজরা ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের বাসিন্দা রূপ কুমার, স্থানীয়দের কাছে যিনি রূপ পাগল নামে পরিচিতি। যুবক বয়সে তিনি বাউল স¤্রাট ফকির লালন সাঁইয়ের অনুসারী হিসেবে দীক্ষা নেন। পরে পৈত্রিক জমিতে নিজ নামে গড়ে তোলেন বাউল আশ্রম।

রূপের বাবা-মা মারা গেলে ওই আশ্রমের আঙ্গিনায় তাদের সমাহিত করা হয়। রূপ কুমারের মৃত্যুর পর তার অনুসারীরা এ আশ্রম পরিচালনা করে আসছেন। সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী চক্র আশ্রমের জমি দখলে উঠে পড়ে লেগেছে। এরিমধ্যে আশ্রম আঙ্গিনায় থাকা রূপ কুমারের বাবা মার সমাধী ভেঙে ফেলেছে তারা।

এ ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে আশ্রমের ভক্তদের।

আশ্রম কমিটির পক্ষ থেকে মামলা করার পর দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।