ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩ এএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা শফিউল আলম প্রধানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।

মহান মুক্তিযুদ্ধে দিনাজপুরের প্রথম পতাকা উত্তোলক শফিউল আলম প্রধান পঞ্চগড় জেলায় জন্মগ্রহণ করেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে সম্পৃক্ত হওয়ার আগে এই নেতার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্রলীগের মাধ্যমে। ১৯৭৩-৭৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৮০ সালের ৬ এপ্রিল রমনা গ্রিনে জাতীয় গণতান্ত্রিক পার্টি গঠন করেন শফিউল আলম প্রধান।

দিবসটি উপলক্ষে তার দলের পক্ষ থেকে রাজধানীর গুলশানে একটি হোটেলে স্মরণসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলায় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

এসএ/