ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

যৌথ প্রযোজনায় চলচ্চিত্রের লাভের অংশ ৫০ শতাংশ ভারত-বাংলা পাবার কথা থাকলেও চুক্তি ভঙ্গ করেছে ভারত

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ১১:৫৯ এএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার

ভারতীয় চলচ্চিত্রের বাংলাদেশের বাজার দখল করার প্রবণতা নতুন নয়। সম্প্রতি সরকারের সাফটা চুক্তির মধ্য দিয়ে দুই দেশের চলচ্চিত্র বাণিজ্যে সমান সমান লেনদেনের কথা থাকলেও ভারতীয় চলচ্চিত্র সংশ্লিষ্টরা নিয়ম ভঙ্গ করছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদে গা ঝাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। বিতর্কের সৃষ্টি হয়েছে ভারতীয় ছবির প্রদর্শন নিয়েও। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় বেশ কয়েকটি ছবি নির্মিত হয়েছে গেলো ঈদের জন্য। সাফটা চুক্তি মতে, এসব ছবির লাভের অংশ ৫০ শতাংশ করে দুই দেশের নির্মাতা ও প্রযোজনা সংস্থার পাবার কথা থাকলেও, ভারত চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্টদের। এ বিতর্কের অবসানে, প্রতিবাদে মুখর হয়ে উঠেছে শিল্পী, পরিচালক ও প্রযোজক সমিতি। নির্মাতারা ক্ষুব্ধ ভারতের ছবি বাংলাদেশে প্রদর্শনের অনুমতি দেয়ায়। কারণ হিসেবে কেউ কেউ ব্যাখ্যা করেছেন, চুক্তি অনুযায়ি বাংলাদেশের সমপরিমাণ ছবি ভারতে প্রদর্শনীর কথা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেন চলচ্চিত্র সমালোচকদের অনেকে। তাদের মতে, বিদেশী চলচ্চিত্র প্রদর্শনীর ফলে প্রতিযোগিতার বাজার সৃষ্টি হতে পারে। মান উন্নত হতে পারে বাংলা ছবির।