ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

বীমা বিষয়ক প্রাক-বাজেট সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার

বীমা শিল্পের সমস্যা নিয়ে প্রাক-বাজেট সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন। মঙ্গলবার এসোসিয়েশনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিআই-এর প্রথম ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ এবং ভাইস-প্রেসিডেন্ট একেএম মনিরুল হক, বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্য মোজাফফর হোসেন পল্টু, চেয়ারম্যান, ইউনিয়ন ইন্স্যুরেন্স;  নজরুল ইসলাম, চেয়ারম্যান, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স;  নাসির উদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান প্রমুখ।

সম্মেলনে এসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবি গুলো হলো,নন-লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক গৃহিত স্বাস্থ্য বীমার উপর ১৫% ভ্যাট মওকুফ। জীবন বীমা পলিসি হোল্ডারদের পলিসি বোনাসের উপর ৫% গেইন ট্যাক্স কর্তন,বীমা এজেন্টদের উৎসে কর কর্তন,পুন:বীমা প্রিমিয়ামের উপর উৎসে কর রহিতকরণ,কর্পোরেট কর হারহ্রাস করন,কৃষি বীমার প্রিমিয়ামের উপর মূল্য সংযোজন কর কর্পোরেট কর হার রহিতকরণ,অনলাইন ভিত্তিক বীমার প্রিমিয়ামের উপর মূল্য সংযোজন কর রহিতকরণ,নতুন সামাজিক পণ্য ট্যাক্স এবং ভ্যাট ছাড় প্রভৃতি।

এনএম/কেআই