ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৩৪ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার

চট্টগ্রামে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিনিধি সম্মেলন। শনিবার বিকেলে নগরীর শিশু একাডেমীতে অনুষ্ঠিত এই শিশু কিশোর মেলার উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সৈয়দ মোরশেদ উল্লার সভাপতিত্বে মেলায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। মেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ তুলে ধরে নতুন প্রজম্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।