কর্মমুখী ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার আহবান জানিয়েছেন সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার
সামাজিক উন্নয়নের লক্ষ্যে কর্মমুখী ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার আহবান জানিয়েছেন জাতীয় পার্টি নেতা ও চট্টগ্রাম কোতোয়ালী আসনের সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
শনিবার সকালে নগরীতে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তদের সনদ বিতরন এবং বয়স্কদের বই প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জিয়াউদ্দিন বাবলু আরো বলেন, সমাজের অবহেলিত মানুষের সহায়তায় সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারবাহিকতায় বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে। সমাজসেবা অধিদফতরের চট্টগ্রাম প্রধান, রফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজসেবা অধিদফতরের কর্মকতা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা বক্তব্য রাখেন।