বিএনপিকে এক নম্বর রাজনৈতিক দল বলেছেন বিএনপি নেতারা
প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৪৪ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার
বিএনপিকে ‘এক নম্বর রাজনৈতিক দল’ আখ্যা দিয়ে দলটির নেতারা বলেছেন এই দলের চেয়ে বড় কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে নেই। সেকারণেই মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দুর্বল করার পায়তারা করছে সরকার। জনপ্রিয়তা যাচাইয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনেরও দাবি জানিয়েছেন দলটির নেতারা।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির এই প্রস্তুতি সভা। এতে যোগ দেন মহাসচিবসহ দলের কেন্দ্রীয় নেতারা।
সভায় বিএনপি নেতারা বলেন, সরকার বিএনপিকে মোটেই দুর্বল দল মনে করে না। সেকারণেই কথায় কথায় তাদের নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছে।
জনগন থেকে বিএনপি বিচ্ছিন্ন উল্লেখ করে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদকের মন্তব্যের কোন ভিত্তি নেই বলেও দাবী করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপি এখনও বাংলাদেশের এক নম্বর রাজনৈতিক দল।
এদিকে দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় কচি কাঁচা মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, জনগণ নিরপেক্ষভাবে ভোট দেবার সুযোগ পেলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অস্তিত্ব বিলিন হয়ে যাবে।
<ংঃৎড়হম>