সবদলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন ড. এটিএম শামসুল হুদা
প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৪৫ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার
সুষ্ঠু নির্বাচনের জন্য সবদলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশন ড. এটিএম শামসুল হুদা।
রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শামসুল হুদা আরো বলেন, সংবিধানের বাধ্যবাধকতার মধ্যে থেকেই নির্বচন কমিশন গঠন করতে হবে। তবে সম্ভাব্য নাম গুলো আগে থেকেই আলোচনায় আসা দরকার। পাশাপাশি সকল দলের অংশগ্রহন থাকলে, নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না।