গুলিস্থানকে হকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন সাঈদ খোকন
প্রকাশিত : ০৫:৪১ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৪১ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার
যে কোন মূল্যে গুলিস্থানকে হকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
শনিবার দুপুরে নগর ভবনে আয়োজিত জরুরী সভায় তিনি এই ঘোষণা দেন। হকার উচ্ছেদকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নেবে না বলেও জানান সাঈদ খোকন। এক শ্রেনীর সুবিধাভোগী গোষ্ঠী হকারদের ইন্ধনদাতা উল্লেখ করে মেয়র আরো বলেন, জনগণের নিরাপত্তা ও চলাচলে বাধা সৃষ্টি কঠোর হাতে দমন করা হবে। হকারদের উচ্ছেদ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা কামনা করেন মেয়র।