ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

আয়ারল্যান্ডের জাতীয় নির্বাচনে লড়ছেন বাংলাদেশের তালুকদার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৬ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

আয়ারল্যান্ডের জাতীয় নির্বাচনে প্রথম অভিবাসী হিসেবে লড়ছেন বাংলাদেশের আজাদ তালুকদার। লিমেরিক ওয়েস্ট শহরে কাউন্সিলর পদে তার প্রতিদ্বন্দ্বী আরো ৭ জন।

শেষ মুহুর্তে নির্বাচনী প্রচারণায় আজাদ তালুকদার জানান, জয়ী হলে আয়ারল্যান্ডে বাংলাদেশের দূতাবাস খুলতে  উদ্যোগ নেবেন।

তিনি বলেন, ভারতে গিয়ে আর বাংলাদেশিদের ভিসা নিতে হবে না। তবে শুধু অভিবাসীই নয় সবার জন্য কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গাজীপুরের সন্তান ৫০ বছর বয়সী আজাদ তালুকদার একজন সফল ব্যবসায়ী। ২০০০ সালে আয়ারল্যান্ডে যান তিনি। ৪ বছরের মাথায় যোগ দেন ফিয়ান্না ফেইল দলে। ২৪ মে লিমেরিক সিটি কাউন্সিলর নির্বাচনে তিনি লড়বেন এই দলের প্রার্থী হিসেবে।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/