কক্সবাজারে মিয়ানমারের ২ নাগরিককে আটক, ৮৮ হাজার ইয়াবা আটক
প্রকাশিত : ০৭:৫২ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০৭:৫২ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী আলাদা অভিযানে মিয়ানমারের ২ নাগরিককে আটক করেছে বিজিবি। জব্দ করা হয়েছে ৮৮ হাজার ইয়াবা।
শনিবার সকালে অভিযান চালায় সদর বিওপির সদস্যরা। আটকরা হলো- মিয়ানমারের মংডু এলাকার মোহাম্মদ রহমত উল্লাহ ও মংডু কাউয়ারবিল এলাকার নুরুল আমিন। বিজিবি টেকনাফের ২নং ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আবুজার আল জাহিদ জানান, শনিবার সকালে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের ২ নাগরিককে ২০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। আরেক অভিযানে ৬৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।