ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১০:৩৭ এএম, ৩০ অক্টোবর ২০১৬ রবিবার | আপডেট: ১০:৩৭ এএম, ৩০ অক্টোবর ২০১৬ রবিবার

লা লিগায় রোনালদোর হ্যাট্ট্রিকে আলাভেসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। আর গ্রানাডার বিপক্ষে কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই বার্সেলোনার সাথে সমান তালে লড়ে গ্রানাডা। আক্রমণ-পাল্টা আক্রমনে জমে উঠলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে রাফিনহার বাইসাইকেল কিকে এগিয়ে যায় বার্সা। বাকি সময় আর কোনো গোল হয়নি। এরআগে আলাভেসের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। তবে এর পরপরই জ্বলে ওঠেন রোনালদো। ১০ মিনিটে প্রথম গোলটি করেন। এরপর ৩৩ মিনিটে দ্বিতীয় গোল করেন। আর ম্যাচের ৮৮ মিনিটে হ্যাট্ট্রিক পূর্ণ করেন। বাকি গোলটি করেন মোরাতা। এ জয়ে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে জিদানের শিষ্যরাই। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা।