ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

কুষ্টিয়ায় পু‌লি‌শের সাথে 'বন্দুকযু‌দ্ধে' জেএম‌বির আঞ্চ‌লিক কমান্ডার নিহত

প্রকাশিত : ১২:১২ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ১২:১২ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার

কুষ্টিয়ার কবুরহাটে পু‌লি‌শের সাথে বন্দুকযু‌দ্ধে জেএম‌বির আঞ্চ‌লিক কমান্ডার কুলু মোল্লা নিহত হয়েছে। আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। পুলিশ জানিয়েছে, গত রাতে শহরতলীর কবুরহা‌ট এলাকায় জেএম‌বি সদস্যদের বৈঠকের খবর পেয়ে অভিযান চালায় তারা। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় জেএমবি জঙ্গিরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। অভিযানের এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় কুলু মোল্লাকে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটা  বি‌দেশী পিস্তল, ২ রাউন্ড গু‌লি, ৩টা রামদা উদ্ধার করা ক‌রে‌ছে।