ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ১২০তম জন্মবার্ষিকী পালিত

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২৫ মে ২০১৯ শনিবার

প্রেম, দ্রোহ, সাম্যের কবি, বাংলা সাহিত্যের অনন্য প্রতিভার অধিকারী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালের নামাপাড়া বটতলা সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ ২৫ মে (শনিবার) তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকালে জাতীয় কবির স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।

পরে উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রবন্ধ উপস্থাপন করেন সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার, মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ, বাংলাদেশ ও ভারত এর সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কর্মকর্তা পরিষদের সভাপতি মো. মোকারেরম হোসেন মাসুম বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন অবকাশ, রমজান ও ঈদুল ফিতরের বন্ধ থাকায় স্বল্প পরিসরে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন দিনব্যাপী অনুষ্ঠানের বাকি দুই দিন আগামী (৩-৪ জুলাই) পালিত হবে।

কেআই/