ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

সারাদেশের প্রায় ৪শ’ ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

প্রকাশিত : ০৮:০০ এএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৭:৫৪ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার

সারাদেশের প্রায় ৪শ’ ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। তবে কারচুপি ও অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি কেন্দ্রে ভোট বর্জন করেছে প্রার্থীরা। স্থগিতও করা হয়েছে কয়েকটি ইউনিয়নে। এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্নস্থানে বিচ্ছিন্ন সহিংসতা হয়েছে। যেকোন অপ্রীতিকর অবস্থা ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই ভোট কেন্দ্রে হাজির হন ভোটাররা। রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের ১৪৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। বরিশালে ১ম ও ৫ম ধাপে স্থগিত হওয়া ৭ উপজেলার ১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। তবে কারচুপির অভিযোগে মুলাদির বাটামারায় ভোট বর্জন করেছে ২ চেয়ারম্যান প্রার্থী। নোয়াখালীর ৪৮টি ইউনিয়নের ১২৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। অনিয়মের অভিযোগে সেনবাগের নবীপুর ইউনিয়নের নলদিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। উৎসব মুখর পরিবেশে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মুন্সীগঞ্জের চার উপজেলার চারটি ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। পঞ্চগড় ও লালমনিরহাটের সদ্যবিলুপ্ত ছিটমহলের ১৭ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। খাগড়াছড়ির গুইমারার দুর্গম সিন্দুকছড়ি ইউনিয়নে ৫টি ও হাফছড়ি ইউনিয়নে ২টি কেন্দ্রে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। লক্ষ্মীপুরের ৯টি, সাতক্ষীরা ও পিরোজপুরের ৮টি, গাইবান্ধার ৬টি, নরসিংদীর ৫টি, পটুয়াখালী ও জামালপুরের ৩টি, ঝিনাইদহের ২টি, সুনামগঞ্জ ও টাঙ্গাইলের ইউনিয়নগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। যেকোন ধরণের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে ভোট কারচুপির অভিযোগে সাভার সদর ও ফেনীর ধর্মপুর বালিগাঁও ইউনিয়নে ভোট বর্জন করেছে বিএনপি প্রার্থীরা। ভোটার তালিকার জটিলতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নে উপ-নির্বাচন স্থগিত রয়েছে। যশোরের চৌগাছার পাশাপুর ইউনিয়নে পাল্টাপাল্টি হামলায় ৬ জন আহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেলো রাতে ঠাকুরগাঁও সদরের নারগুনে ও ফেনীর ধর্মপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়।