দীপন হত্যার ১ বছর
প্রকাশিত : ০১:১৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০১:৪৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার ১ বছর আজ। এ হত্যার ঘটনায় জড়িত দু’জন গ্রেপ্তার হওয়ার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর সন্দেহভাজন ১ জন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। তবে হত্যায় সরাসরি অংশ নেয়া আরও ৩ জঙ্গি এখনও পলাতক। চাঞ্চল্যকর এ মামলার অভিযোগপত্র শিগগিরই দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে দ্রত বিচার শুরুর তাগিদ দেন দীপন হত্যা মামলার বাদী তার স্ত্রী রাজিয়া রহমান জলি।
কাছের মানুষের মৃত্যুর বর্ষপূর্তিতে এভাবেই প্রতিক্রিয়া জানালেন প্রকাশক দীপনের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রাজিয়া রহমান জলি।
গত বছরের ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে দীপনকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ঘটনার কিছুক্ষণের মধ্যেই দায় স্বীকার করে বিবৃতি দেয় আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখা-আনসার আল ইসলাম।
চিকিৎসক জলির বিশ্ববিদ্যালয়ের এই বাসার প্রতিটি স্থান যেন দীপনের স্মৃতি বহন করছে। দীপনের চশমা, বসার চেয়ার, গণমাধ্যমের রিপোর্ট আর ফ্রেমে বাধানো এই ছবিগুলো এখন শুধুই স্মৃতি।
দীপনকে ছাড়া পথা চলা সহজ নয়, কথায় কথায় তা-ই জানালেন জলি। বললেন, দু’সন্তানকে নিয়ে একাকি চলতে হবে আরও অনেকটা পথ।
দীপন হত্যা মামলা নিয়েও কথা বলেন তিনি।
চলতি বছরের ২৩ আগস্ট ও ৩ সেপ্টেম্বর দীপন হত্যার ঘটনায় টঙ্গী থেকে গ্রেফতার হওয়া আনসার জঙ্গি মঈনুল হাসান শামীম ও আব্দুস সবুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর মুকুল রানা নামে সন্দেহভাজন আরেক জঙ্গি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়।
দীপন হত্যার প্রায় ৮ মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা লেখক-ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে আনসার জঙ্গিরা। ইসলাম বিরোধী লেখালেখির অভিযোগ তুলে হত্যা করা হয় তাকে। তার বইয়ের প্রকাশক ছিলেন দীপন। এ কারণেই তাকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
