ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

মুক্তিযুদ্ধ থেকে শুরু আজ অবধি বাংলাদেশের পাশে থেকেছে ভারতের রাজনৈতিক দল কংগ্রেস

প্রকাশিত : ০১:২৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০১:২৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার

মুক্তিযুদ্ধ থেকে শুরু আজ অবধি সুখে-দুঃখে বাংলাদেশের পাশে থেকেছে ভারতের রাজনৈতিক দল কংগ্রেস। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কদাচিৎ মতবিরোধ হলেও সুসম্পর্কের ক্ষেত্রে তেমন ক্ষতি হয়নি। স্বাধীনতার ৪৫ বছর পর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে পুরনো বন্ধন আর বাংলাদেশের উন্নয়নে ভারতের সহযোগিতার প্রসঙ্গে সেখানকার বাংলাভাষী রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেছেন অখিল পোদ্দার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধীর বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক পাশাপাশি দুটি দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক যোগাযোগসহ সব উন্নয়নের ক্ষেত্রেই রেখেছিলো যুগান্তকারী ভূমিকা। ভারতের কংগ্রেস এখনও মনে করে, প্রতিবেশী ভাল থাকলে তার দেশ ভাল থাকবে। রাজ্য আর লোকসভার সদস্যরা তাই এদেশের সাফল্যে খুশি হন, তাদের হৃদয় কাঁদে বাংলাদেশের যেকোন দুঃসংবাদে। পর-পর দু’বার দায়িত্ব পেয়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের যে উন্নয়ন করেছে, তার ভূয়সী প্রশংসা করেন ভারতের নেতারা।