ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

স্মৃতি ইরানির প্রচার সঙ্গীকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯ এএম, ২৬ মে ২০১৯ রবিবার | আপডেট: ১১:২১ এএম, ২৬ মে ২০১৯ রবিবার

স্মৃতি ইরানির পাশে বিজেপি নেতা সুরেন্দ্র।

স্মৃতি ইরানির পাশে বিজেপি নেতা সুরেন্দ্র।

ভারতের লোকসভা নির্বাচনে ভোট প্রচারে স্মৃতি ইরানির পাশে থাকা বিজেপি নেতা সুরেন্দ্র সিংকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার তাকে হত্যা করা হয়। অনেকে মনে করছে তিনি রাজনৈতিক হিংসার বলি হয়েছেন। যদিও পুলিশ এখনই কিছু মন্তব্য করেনি।

অমেঠির বারাউলিয়া গ্রামের প্রধান ছিলেন সুরেন্দ্র। শনিবার রাতে তার উপর অতর্কিতে হামলা করা হয়। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ৫০ বছরের সুরেন্দ্র৷ গুরুতর আহত অবস্থায় তাকে লখনউয়ের হাসপাতালে নিয়ে আসা হয়৷

চিকিৎসা চলাকালীন মারা যায় সে। অতিরিক্ত পুলিশ সুপার দয়া রাম জানিয়েছেন, এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। আসল দুষ্কৃতীকারীদের খোঁজে তৎপরতা চলছে।

ভোট প্রচারের সময় আমেঠির বারাউলিয়া গ্রামে স্মৃতি গরিবদের জুতো বিলি করে প্রিয়াঙ্কার সঙ্গে বিতর্কে জড়ান। প্রিয়াঙ্কার অভিযোগ, জুতো বিলি করে তিনি আমেঠি ও রাহুল গান্ধীকে অপমান করেছেন৷ কড়া জবাব দেন স্মৃতিও। স্থানীয়দের দাবি, বারাউলিয়া গ্রামে জুতো বিলির দায়িত্বে ছিলেন সুরেন্দ্র৷

তথ্যসূত্র: কলকাতা ২৪×৭

এমএইচ/