ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

নাইজেরিয়ায় জঙ্গি হামলা, ২৫ সৈন্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৬ মে ২০১৯ রবিবার

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী বোকোহারামের হামলায় ২৫ সৈন্যসহ বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছেন।

শনিবার সকালে বোর্নো রাজ্যের একটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার সময় এ হামলা হয় বলে দেশটির নিরাপত্তা সূত্র জানা গেছে। খবর রয়টার্স ও টিআরটি ওয়ার্ল্ডের।

গত এক সপ্তাহে নাইজেরিয়ার সৈন্যের ওপর দুই ধাপে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তোত ৫০ জন সৈন্য ও শতাধিক বেসামরিক লোক নিহত হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবক বাহিনীর একটি সূত্র জানায়, জঙ্গিগোষ্ঠী বোকোহারামের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সৈন্যরা ওই অঞ্চলের গ্রামগুলো খালি করছিল।

এরই অংশ হিসেবে বোর্নো রাজ্যের একটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছিলে সৈন্যরা। এ সময় জঙ্গিরা তাদের ওপর হামলা চালায়। বেসামরিকদের গাড়িবহরটিতে ৫০টির মতো গাড়ি ছিল।

বোকোহারাম জঙ্গিরা চোরাগোপ্তা হামলা চালিয়ে সৈন্য এবং বেসামরিকদের বহনকারী গাড়িগুলো ঘিরে ফেলে নির্বিচারে গুলি চালায়। এতেই এ হতাহতের ঘটনা ঘটে।

এই অঞ্চলে বোকোহারামের পাশাপাশি আরও কয়েকটি জঙ্গিগোষ্ঠী এক দশক ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

এসব লড়াইয়ে ৩০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এ বিষয়ে নাইজেরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্রের মন্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি বলে রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়।

এর আগে বুধবার ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকা শাখার হামলায় ২০ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠী।

সূত্রঃ রয়টার্স ও টিআরটি ওয়ার্ল্ড

আই//