ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

ভারতে টুপি পরার অপরাধে মুসলিম ব্যক্তিকে মারধর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫ এএম, ২৭ মে ২০১৯ সোমবার

ভারতে ফের সংখ্যালঘুদের উপর লাঞ্ছনার অভিযোগ উঠেছে। মাথায় টুপি পড়ার অপরাধে মারধর, হুমকির মুখে পড়তে হল এক মুসলমান ব্যক্তিকে। রোববার রাতে গুরুগ্রামে এ ঘটনা ঘটে। 

রমজানের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। মাথায় ছিল টুপি। যার ফলে গুরুগ্রামের সর্দার বাজারের কাছে বিপদে পড়েন ওই ব্যক্তি।

অভিযোগ, তাকে দেখেই এগিয়ে আসেন ৫-৬ যুবক। প্রশ্ন করে কেন এই টুপি পড়েছে সে। প্রার্থনার কথা বলতেই তারা আরও রেগে যায়। এরপরই টুপিটি খুলে দেয় তারা। হুমকি দিয়ে জানিয়ে দেয় ওই এলাকায় মাথায় টুপি পরে চলা ফেরা করা নিষেধ।

এখানেই শেষ নয়। টুপিটি ওই ব্যক্তির মাথা থেকে খুলে নিয়ে যুবকরা তাকে থাপ্পড়ও মেরেছে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে গুরুগ্রামের সর্দার বাজার এলাকায়। অভিযুক্ত যুবক কারা তা সন্ধানে নেমেছে পুলিশ। অশান্তি এড়াতে সতর্ক রয়েছে পুলিশ৷

দিন কয়েক আগেই লোকসভা ভোট শেষ হতেই তাণ্ডব শুরু করে গোরক্ষকরা। গোমাংস রাখার অভিযোগে মধ্যপ্রদেশের সেওনিতে তিন মুসলিমকে গাছের সঙ্গে বেধড়ক মারধর করা হয়। গোরক্ষকদের রোষ থেকে রেহাই পাননি এক মুসলিম মহিলাও। তাকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ৷

তথ্যসূত্র: কলকাতা ২৪×৭

এমএইচ/